Top

জলবায়ু পরিবর্তন বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি

১৮ এপ্রিল, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক :

জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্টের বিশেষ দূত জন কেরি’র সাংহাই সফরের পর, যৌথ বিবৃতিতে দুটি দেশ বিশ্বের সবচাইতে বিপদজ্জনক সমস্যা, জলবায়ু পরিবর্তন বিষয়ে একত্রে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। -ভয়েস অব আমেরিকা

প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা, যিনি জলবায়ু বিষয়ে, বিশেষ দূত হিসাবে চীন সফর করেন। সহযোগিতার এই সফরে এই ইঙ্গিত পাওয়া যায় যে, দুটি দেশের মধ্যে নানা বিষয়ে উত্তেজনা থাকলেও, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় দুটি দেশ একত্রে কাজ করতে সম্মত হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন, ২০১৫ সালে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, জন কেরির মধ্যস্থতায় স্বাক্ষরিত, প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দিয়েছেন।

শেয়ার