Top
সর্বশেষ

বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ২৮ মে

১৮ এপ্রিল, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ২৮ মে
ডেস্ক রিপোর্ট :

আগামী ৩০ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজের (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে‌‌‌‌‌ কর্তৃপক্ষ। আগামী ২৮ মে এ পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে করোনার বর্তমান অবস্থা বিবেচনায় ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। মে মাসের ২৮ তারিখে এটি নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় সেই তারিখও পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, দেশে করোনা যদি মারাত্মক আকার ধারণ করে, যদি এমন হয় যে পরীক্ষা নেওয়ার মতো কোনো হল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে পরীক্ষা আরও পেছাতে পারে।

এবার ডেন্টাল পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৩ হাজার শিক্ষার্থী। আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। রোববারের (১৮ এপ্রিল) ওই বৈঠকে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার