Top
সর্বশেষ

বরখাস্ত টটেনহাম কোচ মোরিনহো

১৯ এপ্রিল, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
বরখাস্ত টটেনহাম কোচ মোরিনহো

ইউরোপিয়ান সুপার লিগের আবির্ভাবে গোটা ফুটবল বিশ্বে চলছে আলোড়ন। এর মাঝে বরখাস্ত হয়েছেন ইংলিশ ক্লাব টটেনহামের কোচ জোসে মোরিনহো। যদিও মোরিনহো বরখাস্ত করার সঙ্গে নতুন এই টুর্নামেন্টের কোনো যোগসূত্র নেই।

এখনো আনুষ্ঠানিকভাবে স্পার্স কিংবা মৌরিনহোর কাছ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে উদ্ধৃত করে ইউরোপের স্বনামধন্য সাংবাদিকরা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, পর্তুগিজ কোচকে বরখাস্ত করেছে টটেনহাম।

৫৮ বছর বয়সী মোরিনহো ২০১৯ সালের নভেম্বরে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হন টটেনহাম হটস্পার্সে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ মাসের মাথায় তিনিও চাকরীচ্যুত হলেন।

শেয়ার