Top
সর্বশেষ

শেয়ার কিনবে মেঘনা লাইফের তিন পরিচালক

১৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫১ পূর্বাহ্ণ
শেয়ার কিনবে মেঘনা লাইফের তিন পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তিন পরিচালক কোম্পানিটির ছয় শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিষ্ঠানটির এই তিন পরিচালকের মধ্যে করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে। বাকি দুই পরিচালক হলেন-দিলরুবা শারমিন এবং শারমিনা নাসির।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।

ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। এর মধ্যে করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স চার লাখ শেয়ার কিনবে। বাকি দুই পরিচালকের প্রত্যেকে এক লাখ করে শেয়ার কিনবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ইন্স্যুরেন্সটির মোট শেয়ার সংখ্যা তিন কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি।

এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ২৪ দশমিক ৭৩ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ২০ শতাংশ রয়েছে।

শেয়ার