Top
সর্বশেষ

পবিত্র কাবা শরীফের অজানা ইতিহাস

২০ এপ্রিল, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
পবিত্র কাবা শরীফের অজানা ইতিহাস
ধর্ম ডেস্ক :

কাবা, কাবাঘর, কাবা শরীফ (আরবি বলা হয় الكعبة)। ইসলাম ধর্ম মতে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সেদিকে মুখ করে নামাজ পরেন।

কাবা শরীফ মহান আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি। প্রতি বছর লাখো মুসলমান কাবাঘর তওয়াফ করতে মক্কা আগমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। কাবাঘরকে নিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন ‘নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতগাহরূপে নিরূপিত হয়েছে, তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত।’ (সূরা আল-ইমরানের ৯৬) কাবাঘরটি আল্লাহর আরশে মুয়াল্লাইর ছায়াতলে সোজাসোজি বায়তুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করা হয়েছে।

হাদীস থেকে জানা যায়, হযরত আদম (আ.) ও মা হাওয়া (আ.) উভয়ই আল্লাহ তায়ালার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের পার্থনা করেন। আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হযরত আদম (আঃ) আল্লাহ তায়ালার ইবাদত করতে থাকেন। অনেক তাফসিরবিদের মতে, মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তায়ালা কাবাঘর সৃষ্টি করেন।

তাফসিরবিদদের মতে, “আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ স্থানকে সমগ্র ভুপৃষ্ঠ থেকে দু’হাজার বছর আগে সৃষ্টি করেন” মুসলিম শরিফের একটি হাদিসে হযরত আবুযর গিফারী হতে বর্ণনা হয়েছে, রাসূল (সঃ) তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, “বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। এরপরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণে ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়।”

হযরত আদম (আঃ) কাবাঘর অল্লাহর আদেশে পুনঃনির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো। শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করতো, আল্লাহর কাছে হাজিরা দিতো এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা দিত। “লাব্বাইক আলস্নাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নেয়ামাতা, লাকাওয়ালা মুলক, লাশারিকা, লাকা লাব্বাইক।”

এভাবে অনেক দিন চলতে থাকে। এরপর হযরত শীস আ. কাবাঘর পুন:নির্মাণ করেন। ক্রমান্বয়ে একাত্ববাদের সংখ্যা বাড়তে থাকে। এরপর হযরত ইব্রাহিম আ. ও তার পুত্র হযরত ইসমাইল আ. কাবাঘর পুন:নির্মাণ করেন। হযরত ইব্রাহিম (আঃ) কাবাঘর সংস্কার করে আল্লাহর কাছে দোয়া করলেন। “হে আমার প্রতিপালক! আমাদের উভয়কে আজ্ঞাবহ কর। আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি কর। আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের রক্ষা কর। নিশ্চিয় তুমি দয়ালু। হে প্রতিপালক! তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ কর। যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলাওয়াত করবেন। তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চই তুমি মহাপরাক্রমশালী।”

হযরত ইব্রাহিম আঃ এর ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল (আঃ)-এর বংশ হতে হযরত মোহাম্মদ (সঃ)-কে শেষ নবী ও রাসূল হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশ’ বছর গত হলো। পবিত্র কাবাঘর সংস্কার করলো আমালিকা সম্প্রদায়। তারপর আরও কয়েক শত বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবাঘর সংস্কার করলো মক্কার জুরহাস সম্প্রদায়।

মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল, তাদের দায়িত্ব থাকতো কাবা শরীফ রক্ষণাবেক্ষনের। এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করতো। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। কাবা শরীফ ও কাবাঘরকে সংস্কার করলেন মোযার সম্প্রদায়। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নবুয়্যত প্রাপ্তির ৫ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ।

এরপর রাসুলের জন্মের বছরে ঘটে গেলে এক অবিস্মরনীয় ঘটনা। যে ঘটনাকে বলা হয় আসহাবে ফিল বা হস্তিবাহিনীর ঘটনা। আরববাসীগণ কাবাগৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন। এমন দৃশ্য দেখে বাদশা আবরাহা সানআ নামক স্থানে একটি বিরাট গির্জা নির্মাণ করলো এবং আরববাসীর হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহবান জানালো।

কিন্তু বনু কিনানা গোত্রের লোকজন যখন এ সংবাদ অবগত হলো, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তাতে প্রাকৃতিক কর্ম সেরে তা একদম নোংরা করে ফেললো। এ ঘটনায় আবরাহা ভয়ানক ক্রোধান্বিত হলো এবং প্রতিশোধ-গ্রহণকল্পে কাবাগৃহ ধ্বংস করার উদ্দেশ্যে ষাট হাজার অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনীসহ মক্কা অভিমুখে অগ্রসর হলো। সে নিজে একটি শক্তিশালী হস্তিপৃষ্ঠে আরোহণ করে। সৈন্যদের নিকট মোট নয়টি অথবা তেরোটি হস্তি ছিল।

আবরাহা যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছলো, তখন তার হাতি মাটিতে বসে পড়লো। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব মুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে হাতিটি তৎক্ষণাৎ উঠে দৌঁড়াতে শুরু করতো। এমন সময়ে আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন;—এই পাখির ঝাঁককেই আবাবিল বলা হয়, তবে পাখির নাম আবাবিল নয়। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো—একটি ঠোঁটে এবং দুইটি দুই পায়ে। কঙ্করগুলোর আকার-আয়তন ছিলো ছোলার মতো; কিন্তু কংকরগুলো যার যে অঙ্গে লাগতো, সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেতো।

এ কাঁকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিলো, তা নয়; কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লো এবং প্রাণভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করলো, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করলো। কঙ্করাঘাতে ছিন্নভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে পলকে বীরপুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগলো। এদিকে আবরাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে, তার আঙুলসমূহের জোড় খুলে গে্লো এবং সানায় যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়লো। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃদপিণ্ড বেরিয়ে এলো এবং সে মৃত্যুমুখে পতিত হলো।

মক্কার সেই বিখ্যাত কোরাইশ বংশেই মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রীঃ জন্মগ্রহণ করেন। কোরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাযরে আসওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়।

সকলের সম্মতিক্রমে আল্লাহ রাসূল কাবাগৃহে হাযরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) জীবিত অবস্থায় ৬৪ হিজরীতে আব্দুলস্নাহ ইবনে জোবায়ের (রাঃ) কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরীতে কাবা শরীফ সংস্কার করেন।

সুদীর্ঘ ১৪শ’ বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের। সৌদি সরকারের প্রধান (বাদশাহ) কাবা শরীফের মোতোয়ালিস্নর দায়িত্বে থাকেন। ভৌগলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত। মক্কানগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ কাবাঘর মক্কাতেই স্থাপন করেন।

পবিত্র হজ্ব পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে গমন করেন। জিলহজ্ব মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে মূল হজ্ব অনুষ্ঠিত হয়। জিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদুল আযহার দিন। এ দিন কোরবানী দিতে হয়। যা হযরত ইব্রাহীম (আঃ)-এর ও হযরত ইসমাইল (আঃ)-এর স্মৃতি বহন করে চলছে হাজার হাজার বছর ধরে। যমযম কূপ ও ঠিক তেমনি হযরত ইসমাইল (আঃ) ও তার মা বিবি হাজেরা (আঃ)-এর স্মৃতি বহন করে চলছে। এ যমযম কূপ মহান আল্লাহর কুদরতের অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ মাত্র। হজ্ব মুসলমানদের ঈমানের অন্যতম স্তম্ভ। আরবের মক্কা নগরীর পবিত্র কাবাঘর হেফাজতের মালিক মহান আল্লাহর নিজেরই।

শেয়ার