Top
সর্বশেষ

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় বাড়লো

২০ এপ্রিল, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক :

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে যে সকল গ্রাহকরা ঋণ গ্রহণ করেছে তাদের ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের জুন পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রহকরা। তবে গণহারে নয় আর্থিক প্রতিষ্ঠানগুলো যেসব গ্রাহককে এই সুবিধার দেয়ার যোগ্য বলে মনে করবে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিনানসিয়াল ইন্সটিটিউশন এন্ড মার্কেটস (ডিএফআইএম)।

গত বছর জুড়েই ব্যাংকের পাশাপাশি অর্থিক প্রতিষ্ঠানের গ্রহাকদের ঋণের কিস্তি পরিশোধ করতে না হওয়ায় খেলাপিও হয়নি। গত ২৪ মার্চ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা ঘোষণা আসলেও প্রায় এক মাস পর অর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য নতুন সুবিধার ঘোষণা আসলো।

এতে বলা হয়, করোনার প্রভাব বিবেচনায় যেসব গ্রাহক সাময়িকভাবে ঋণের কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখীন হবেন তাদের ক্ষেত্রে মার্চ ২০২১ সময়ে প্রদেয় কিস্তি, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ভিত্তিতে ৩০ জুন পরযন্ত বাড়ানো যাবে। এই সময়ে ঋণ শ্রেণিকরণ করা যাবে না। পাশাপাশি কোন দণ্ড সুদ বা অতিরিক্ত কোন ফি, চার্জ বা কমিশন আরোপ কেরা যাবে না।

ব্যাংকের ক্ষেত্রে গেল বছরের মত গণহারে সুবিধা না দিয়ে ঋণের ধরণ অনুযায়ী বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে। মেয়াদী বা টার্ম লোন পরিশোধের ক্ষেত্রে গেল ফেব্রুয়ারি মাসেই আরো দুই বছর সময় বাড়ানো হয়েছিল। মার্চে এসে ওয়ার্কিং ক্যাপিটাল ও ডিমান্ড লোন এর ক্ষেত্রে নতুন ধরনের সুবিধা দেয়া হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেয়া ঋণের ক্ষেত্রে গেল বছরের অনাদায়ী সুদ ৬টি সমান কিস্তিতে জুন ২০২২ সময়ের মধ্যে পরিশোধ করা যাবে।

২০২০ সালের অনাদায়ী সুদ পরিশোধ হওয়ার পাশাপাশি ওই ওয়ার্কিং ক্যাপিটাল এর জুন ২০২২ পর্যন্ত যে সুদ আসবে তা নিয়মিত পরিশোধ করে গেলে ঋণটি মেয়াদউত্তীর্ণ হবে না। ডিমান্ড বা তলবি ঋণ মার্চ ২০২১ থেকে ডিসেম্বর ২০২২ পরযন্ত ৮টি সমান ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। নিয়মিত পরিশোধ হলে ঋণ শ্রেণিকরণ করা হবে না। তবে যে প্রান্তিক (ত্রৈমাসিক) থেকে কিস্তি অনিয়মিত হবে সেই সময় থেকেই সুবিধা বাতিল করে ঋণ শ্রেণিকরণ করা যাবে। তবে এই তিন ধরনের ঋণের ক্ষেত্রেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কিস্তি পরিশোধের সময়সীমা মার্চ ২০২১ থেকে বাড়িয়ে ৩০ জুন ২০২২ করা হয়েছে।

 

শেয়ার