Top

প্রকৌশলে গুচ্ছ পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি খুব শিগগিরই

২০ এপ্রিল, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
প্রকৌশলে গুচ্ছ পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি খুব শিগগিরই
ডেস্ক রিপোর্ট :

তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি খুব শিগগিরই প্রকাশ করা হবে। প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে এরই মধ্যে।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বুধবার (২১ এপ্রিল) দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেওয়ায় ভর্তি আবেদনে অন্যান্য বছরের তুলনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সপ্তাহেই এটি প্রকাশ করা হবে।

বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্পর্কে তিনি বলেন, আগামীকাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। কাল প্রকাশের সম্ভাবনা বেশি। তবে কোনো কারণে যদি কাল বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশ করা হবে।

করোনার কারণে এবার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করবে। আগামী ১২ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রকৌশল গুচ্ছে যাওয়া অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

শেয়ার