Top

যাদের জন্য রোগ, তারাই করেন ভোগ

২১ এপ্রিল, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
যাদের জন্য রোগ, তারাই করেন ভোগ
পুলিশের ঘোষণা অনুযায়ী দেশে ১৮ ধরনের পেশার লোকদের মুভমেন্ট পাশ লাগবে না। তারমানে হলো এই ১৮ পেশার মানুষের বাইরে যাওয়ার অনুমতি আছে। আজ থেকে আবার ইন্স্যুরেন্স কোম্পানি খুলে দেয়া হয়েছে। তারমানে পেশার সংখ্যা হচ্ছে ১৯। এতগুলো পেশায় কতজন মানুষ কাজ করে তার আপাত: একটা হিসাব আমরা বিবিএস থেকে নিতে পারি। কিন্তু আমরা সেদিকে যাব না। জটিল হিসেব-নিকেশে না গিয়ে বরং আমরা একজন রিকশা চালকের সরল কিছু কথার উত্তর খুঁজি। একজন রিকশাচালক বলছিলেন, রোগ তো আমাদের জন্য হয়নি, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে কেন? কথাটি সত্য। রোগ রিকশাচালকদের জন্য হয়নি। বস্তিবাসীদের জন্য হয়নি। সাধারণ শ্রমিকদের জন্য হয়নি। রোগ হয়েছে ধনীদের জন্য। তারা বিদেশে গিয়েছেন, সাথে বহন করে নিয়ে এসেছেন ভাইরাস। গার্মেন্টস মালিকদের কাছে বিদেশি বায়ার এসেছেন, তারা নিয়ে এসেছেন ভাইরাস। আর তা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। অথচ কি আশ্চর্য দেখেন, তারা রাস্তায় বীরদর্পে চলছেন। তারা এসি গাড়িতে বসে দেখছেন, রাস্তার মোড়ে মোড়ে রিকশাগুলো সব উল্টে দেয়া হয়েছে। কিন্তু আফসোস রিকশাচালকরা তাদের কদর্য মুখ দেখতে পায় না। কারন গাড়ির কাঁচ কালো। সে কাঁচে বাহির দেখা যায়, ভেতর নয়। লকডাউন থাকলে মানুষকে খাওয়ানো সরকারের দায়িত্ব। এটা আইনি কিনা সেটা নিয়ে হয়ত বিতর্ক থাকতে পারে। তবে নৈতিক দায়িত্বের বিষয়টি কেউ অস্বীকার করবেন বলে মনে করি না। রিকশাচালক, দিনমজুর, পরিবহন শ্রমিক (যারা দৈনিক বেতনের ভিত্তিতে কাজ করেন), ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তার পাশের ছোট ছোট দোকানদার সবাই বিপদে আছেন। অনেক বড় বিপদ হয়ে দেখা দিয়েছে পর্যটন খাতেও। এখাতের সঙ্গে সংশ্লিস্ট বিপুল সংখ্যক মানুষ এখন না খেয়ে মরার দশা তৈরি হয়েছে। এসব মানুষকে খাওয়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এটা আমাদের জানা নেই। যদি থাকে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। মাঝে মধ্যে সরকার উপহার পাঠাচ্ছে। কিন্তু কথায় আছে “তোলা দুধে পোলা বাঁচে না”। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, জরুরি সুরক্ষার প্রয়োজনে কোনো নিদিষ্ট এলাকায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করাই ‘লকডাউন।’ তবে ‘লকডাউন’ শব্দটির সরল বাংলা ‘অবরুদ্ধ’ কিংবা ‘প্রিজনে রাখা’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খন্দকার মুনতাসির হাসান। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কি লকডাউন চলছে? সারাদেশে যদি একসাথে লকডাউন চলে তাহলে ‘লক’টা লাগানো হবে কোথায়? কঠোর লকডাউন বলা হলেও প্রায় সবই খোলা। গুটিকয়েক শপিংমল আর কিছু সরকারি-বেসরকারি অফিস ছাড়া সবাই কাজ করছে। আর কাজের প্রয়োজনে মানুষ বাইর বের হচ্ছে। এ নিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। দীর্ঘ কর্মঘন্টার কারনেও পুলিশ সদস্যদের মধ্যে একধরনের ক্লান্তি আসা স্বাভাবিক। গত কয়েকদিনের কয়েকটি ভিডিও চিত্র এবং সেখানকার বাদানুবাদ দেখে সেটা অনুমান করা যায়। আইন সম্পর্কে সব পুলিশ সদস্যকে যথাযথভাবে অবহিত করা, আইনের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে উপস্থিত পরিস্থিতি বিবেচনায় ভূমিকা নেয়ার বিষয়ে প্রশিক্ষণ জরুরি হয়ে পড়েছে। এছাড়া এক পেশার মানুষ অন্যপেশার প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীল হবেন এটাও সবার কাম্য। এতেই হয়ত সুস্থ সমাজব্যবস্থা তৈরি হবে। করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা অতিক্রম করেছি এক বছরের বেশি সময়। কিন্তু করোনা ব্যবস্থাপনায় দৃশ্যত: কোন শৃঙ্খলা আসেনি এখনো। বিষয়টি নতুন বলে আমাদের ধাতস্থ হতে হয়ত সময় লাগছে। কিন্তু করোনার এই কঠোর আঘাত থেকে যেমন আমাদের বাঁচতে হবে, তেমনি অসহায় মানুষগুলোকে খেয়ে থাকার ব্যবস্থা করতে হবে। সরকার দ্রুততম সময়ে সেটা করতে পারবেন বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শেয়ার