সম্প্রতি নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত নেতিবাচক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ভাসানচর ইস্যুটি এখন আর কোনো ইস্যু নয়, এটার সমাধান হয়ে গেছে।’
বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজনে ‘রোহিঙ্গা সমস্যা : প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভাসানচর ইস্যুটি এখন আর কোনো ইস্যু নয়, এটার সমাধান হয়ে গেছে। ভাসানচর ইস্যুটি এখন ‘ডান অ্যান্ড ডাস্টেড’। অতীতেও আমরা বলেছি, আমরাই প্রথম দরজা খুলে দিয়েছি; আমরা জানি কীভাবে অন্য দেশ থেকে বিতাড়িত মানুষদের মানবিক বিপর্যয় থেকে বাঁচিয়ে দেখভাল করতে হয়। আমরা সেটাই করেছি।
সম্প্রতি প্রচারিত এক প্রতিবেদনে আল জাজিরা দাবি করে, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে যে, ঝড় বৃষ্টির মৌসুম আসন্ন। এ পরিস্থিতিতে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা জনগোষ্ঠী তীব্র ঝড়ের কবলে পড়তে পারে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে।
এ প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আমরা আমাদের রিসোর্স দিয়ে রোহিঙ্গাদের মতামতের ভিত্তিতেই ভাসানচরে নিয়েছি। আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সম্প্রতি ভাসানচর সফর করেছেন। তখন তারা রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে ভিন্নমত পোষণ করেননি। এমনকি কক্সবাজারের মতো ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের দেখভালের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে সম্প্রতি ভাসানচর পরিদর্শনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে জাতিসংঘ। এর সঙ্গে কিছু সুপারিশও করেছে সংস্থাটি।
গত ১৭ মার্চ তিন দিনের সফরে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা দেখতে সরেজমিন পরিদর্শনে যান জাতিসংঘের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল। ওই সফরে জাতিসংঘের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত সংস্থাটির কর্মকর্তারা। আর ওই সফর ছিল ভাসানচরে প্রথম জাতিসংঘ প্রতিনিধিদলের সফর।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, চীন ও ভারত তাদের সীমান্ত, বাণিজ্য, ভূ-রাজনৈতিক ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে চলেছে। রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন, জাপানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার জন্যই ভারতের সিভিল সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছিল। রোহিঙ্গা ইস্যুতে ভারতের সিভিল সোসাইটি সরব হলে ভারত সরকার ভূমিকা নিতে বাধ্য হবে। একইভাবে জাপানের ক্ষেত্রেও একথা প্রযোজ্য।
তিনি বলেন, অনেক দেশ রোহিঙ্গা শব্দ ব্যবহার করে না। তারা বলে স্থানচ্যুত। বাংলাদেশকে এ বিষয়ে ভূমিকা নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেলোয়ার হোসেন বলেন, মিয়ানমার সংকট দ্রুত সমাধান না করতে পারলে এই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ার আশংকা রয়েছে। এই সংকট সমাধানে সবার সমান দায়িত্ব রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আসিয়ানের দেশগুলো রোহিঙ্গা সংকট নিয়ে অতীতে জোরালো ভূমিকা নেয়নি। আসন্ন আসিয়ান সামিটেও তারা এই সংকট নিয়ে ভূমিকা রাখবে সেটা প্রত্যাশা করা যায় না।
তিনি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয়ভাবে এই সংকট সমাধান জোর দেন।
সেমিনার সঞ্চালনা করেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদ উল বারী। এতে আরো বক্তব্য রাখেন সাবকে রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ প্রমুখ।