Top

ধান কাটা শুরু করল কৃষক লীগ

২১ এপ্রিল, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
ধান কাটা শুরু করল কৃষক লীগ

কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও কৃষকদের ধান কেটে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীর নির্দেশ দিয়েছিলেন।

গেল বছরও সারাদেশে কৃষকদের বোরো ধান কাটায় কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল। এবার ধান কেটে প্রয়োজনে কৃষকদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওরে কৃষক জালাল মিয়ার জমির ধান কাটার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছে কৃষক লীগ।

ধান কাটা কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ নেতাকর্মীরা।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, গত বছর করোনাভাইরাস মহামারির কারণে কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল, কৃষক লীগের নেতাকর্মীরা তখন ধান কেটে ঘরে তুলে দিয়েছিল। এবারও প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে কৃষক লীগ সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবে।

ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন প্রমুখ।

এ সময় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়ে পাশে দাঁড়াতে আহ্বান জানান কৃষক লীগের নেতারা।

এসপি

শেয়ার