Top

কুষ্টিয়ায় বৃষ্টির আশায় দ্বিতীয় বারের মত নামাজ আদায়

২১ এপ্রিল, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বৃষ্টির আশায় দ্বিতীয় বারের মত নামাজ আদায়
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে দ্বিতীয় বারের মত (সালাতুল ইস্তেখারা) নামাজ আদায় করেছেন কুষ্টিয়া ও পাবনা জেলার দুটি ইউনিয়নের কয়েকশ মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান ‘কঠোর লকডাউনের’ মধ্যেই আবারও বুধবার (২১ এপ্রিল) সকালে শত শত মানুষ চর মহেন্দ্রপুর স্কুলের পাশে মাঠে জড়ো হয়ে এ নামাজ আদায় করেন।

কুমারখালীর জগন্নাথপুর এবং পার্শ্ববর্তী পাবনা জেলার চর ভবানীপুর গ্রামের মানুষ এ নামাজে অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পূর্বের মতই নামাজ আদায় কালীন সময়ে মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসেই তারা আবারও নামাজ পড়েন। আল্লাহপাকের দরবারে বৃষ্টি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী।

তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। যদি তাপদাহে মানুষের সমস্যা ও দুঃখ কষ্ট হয়। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। এ রকম পরিস্থিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহপাকের দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত।

তাই এই নামাজের আয়োজন করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’ প্রসঙ্গত এর আগে গত সোমবার (১৯ এপ্রিল) একই স্থানে ওই এলাকার মানুষ প্রথমবারের বৃষির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করেছিলেন।

শেয়ার