ভিডিও কল করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মামিজা রহমান রায়ার স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে ওই কিশোরী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট দিয়েছিল। আর সেই ভিডিও প্রকাশের এক দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়ার মা নাবিহা রহমান পিংকীর মোবাইল ফোনে প্রধানমন্ত্রী নিজে ভিডিওকল করেছেন রায়াকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রায়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কলের সে ছবি ভাইরাল।
বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর ইচ্ছে পূরণে একজন সরকারপ্রধানের এমন ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিহা রহমান।
তিনি জানান, হঠাৎ পাওয়া এ কলে প্রধানমন্ত্রীর আন্তরিক আচরণে তার মনেই হয়নি তিনি সরকারপ্রধানের সঙ্গে কথা বলছেন। মনে হচ্ছিল আমার মা কিংবা ফু্পির সঙ্গে কথা বলছি, অভিব্যক্তি প্রকাশ করেন নাবিহা রহমান।
তিনি আরো জানান, রায়া ভিডিও কলে প্রধানামন্ত্রীকে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে শুনিয়েছে। রায়ার সঙ্গে প্রধানমন্ত্রীও জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়েছেন। এছাড়া রায়া প্রধানমন্ত্রীকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন বলেও জানান নাবিহা রহমান।