Top
সর্বশেষ

মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৩ এপ্রিল, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক :

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষা অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

অধিদফতর থেকে জারি করা আদেশে বলা হয়, দেশে করোনাভাইরাস মহামারির কারণে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক বিধিনিষেধ জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করলো শিক্ষা অধিদফতর।

এর আগে গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

শেয়ার