ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে আবারও ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।
আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে শনিবার সকালেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার শতকে ভর প্রথম ইনিংসে সফরকারীদের ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে প্রথম ইনিংসে এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৯০ওভারে ৩ উইকটে ২৭৭ রান। দিমুথ করুনারত্নে ১১৭ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করছেন ৪৪ রানে।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ৩১২ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা।
বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ।
শান্ত ১৬৩ ও মুমিনুল ১২৭ রান করেন। আরেক ওপেনার তামিম ইকবাল আউট হন ৯০ রান করে। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৬৮ রানে। এ ছাড়া লিটন দাস করেন ৫০ রান।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব ফার্নান্ডো ৯৬ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নেন।