করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ (শনিবার) কোভিড সংক্রমণরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (সভাপতি) নাজমুল হাসান পাপন।
শনিবার দুপুর ১২টার দিকে টিকা নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন পাপন। টিকা নেওয়ার পর সাড়ে ১২টায় হাসপাতাল থেকে বের হন তিনি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আগ থেকেই ব্যক্তিগত কারণে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন পাপন। তবে আজ টিকা নেওয়া শেষে দেশের ক্রিকেট আর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার কথা রয়েছে তার।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা নিয়েছিলেন তিনি।