Top

মাধবপুরে ৫ বছরের শিশুকে জমি নিয়ে বিরোধে হত্যার অভিযোগ

২০ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৩ পূর্বাহ্ণ
মাধবপুরে ৫ বছরের শিশুকে জমি নিয়ে বিরোধে হত্যার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে আরমান মিয়া (৫) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে মৃত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শিশু আরমান মিয়া উপজেলার বড়ক গ্রামের মনির হোসেনের পুত্র। যদিও পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই শিশুটিকে হত্যার ঝোপঝাড়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

তবে পুলিশ বলছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পানিতে পড়েই মৃত্যু হয়েছে শিশু আরমানের। নিহত শিশুর পিতা মনির হোসেন জানান, তার সৎ শশুড় ছোরাব আলী’র সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরধরে বাড়িতে কোন লোকজন না থাকার সুবাধে ছোয়াব আলীসহ সহযোগীরা তার ছেলে হত্যা করে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ের ঝোপঝাড়ে ফেলে রেখে যায়। পরে অনেক খুজাখুজির পর ঝোপঝাড় থেকে শিশুর আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার (ওসি) ইকবাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে শিশু আরমানের মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়াও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

শেয়ার