Top
সর্বশেষ

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বৃদ্ধি

২৬ এপ্রিল, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক :

৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য জমা দেয়ার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা জানান, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পর্যন্ত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির সফটওয়ারে ৬ষ্ঠ ও ১১ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি তারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এন্ট্রি করতে পারবে।

এর আগে উপবৃত্তির জন্য ২৭ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার