Top

বগুড়াতে ২৯৬ জন নমুনার ফলাফলে করোনায় আক্রান্ত সংখ্যা ৫০ জন

২৩ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ
বগুড়াতে ২৯৬ জন নমুনার ফলাফলে করোনায় আক্রান্ত সংখ্যা ৫০ জন

বগুড়াতে গত কয়েকদিনে করোনা আক্রান্তের হার কমতে থাকলেও হঠাৎ করে গত ৪৮ ঘণ্টায় আবার তা বাড়তে শুরু করেছে। গেলো ২৪ ঘন্টায় বগুড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের পজিটিভ আক্রান্ত সংখ্যা ৫০ জন।

বুধবার (২৩সেপ্টেম্বর) সকাল ১১ টায় বগুড়া জেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাক্তার ফারজানুল ইসলাম অনলাইন ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বগুড়া জেলার জেলা দুটি পিপিআর ল্যাবে ২৯৬ জনের নমুনা রিপোর্টে ৫০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই প্লেটে মোট পরীক্ষা করা হয় ২৮২ জনের এরমধ্যে বগুড়া নমুনা সংগ্রহ করা হয় ২৮২ জনের মধ্যে পজেটিভ এর সংখ্যা ৪৫ জন ।

এদিকে বেসরকারি মেডিকেল কলেজ টিএমএসএস নমুনা পরীক্ষা করা হয় ১৪ জনের এরমধ্যে পজিটিভ এর সংখ্যা ৫ জন।
৫০ জন পজেটিভ আক্রান্ত রোগীর মধ্যে সদরে আছে ৪২ জন এবং শাজাহানপুর উপজেলায় ৫ জন, শেরপুর উপজেলায় ২ জন এবং কাহালু উপজেলা ১ জন করোনায় ভাইরাস শনাক্ত হয়েছে।

জেলায় এই পর্যন্ত মোট ৭ হাজার ৪৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় ৫৬ জন সুস্থ হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫২ জন এবং জেলায় ২ জন মৃত্যুবরণ করায় জেলায় মৃত্যুর সংখ্যা ১৭৬ জন।ড্র

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাক্তার ফারজানুল ইসলাম নির্ঝর এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, জেলা এখন পর্যন্ত আক্রান্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ । এখন পর্যন্ত জেলায় করোনা রোগী আছে ৭৩৬ জন।

শেয়ার