সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, দিমুথ করুণারত্নের ব্যাটিং দেখে শিক্ষা নেওয়া যেতে পারে। ‘দ্বিতীয় জীবন’ পেয়ে কী চমৎকার এক ইনিংস না খেললেন লঙ্কান অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর সৌজন্যে বেঁচে যাওয়া করুণারত্নে সুযোগের পূর্ণ ব্যবহার করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। বিপরীতে দ্বিতীয় সেশনেও কোনও সাফল্য আসেনি বাংলাদেশের। সেঞ্চুরির পথে আছেন ওপেনিংয়ে নামা অপর ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও। কোনো উইকেট না হারিয়ে দুজনের জুটি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৮৮ রান।
অথচ ২৮ রানেই থেমে যেতে পারতো করুণারত্নের ইনিংস। তাসকিন আহমেদের বল তার ব্যাট ছুঁয়ে গেলে স্লিপে দাঁড়ানো শান্ত তালুতে বল জমাতে পারলেই শেষ হতো লঙ্কান অধিনায়কের অধ্যায়। তাতে বাংলাদেশও দেখতো উইকেটের মুখ। সাফল্য তো আসেইনি, উল্টো দুর্দান্ত ব্যাটিংয়ে করুণারত্নে পেয়ে গেলেন সেঞ্চুরি। ১৬৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ওপেনার, যাতে ছিল ১৩ বাউন্ডারির মার।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টস জিতে প্রথমের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে।
চলতি সিরিজে ব্যাটে রীতিমতো বসন্ত চলছে করুণারত্নের। ক্যান্ডির প্রথম টেস্টে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৪৪ রানে যেখানে শেষ করছিলেন ইনিংস, সেখান থেকেই আবার শুরু করেছেন। অর্থাৎ, টানা দুই ইনিংসে শতকের দেখা পেলেন লঙ্কান ওপেনার।
তাকে যোগ্য সঙ্গ দিয়ে লাহিরু থিরিমানেও হাঁটছেন সেঞ্চুরির ব্যাটে। ফলে বাংলাদেশ পায়নি কোনও উইকেট। করুণারত্নের সেঞ্চুরির কিছুক্ষণ পরই চা বিরতিতে গেছে দুই দল। সে সময় ৫৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ১৮৮/০।