Top

কক্সবাজার ল্যাবে ৪২৪ টেস্টে করোনা পজেটিভ ২৮, সর্বোচ্চ উখিয়া ৫

২৬ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
কক্সবাজার ল্যাবে ৪২৪ টেস্টে করোনা পজেটিভ ২৮, সর্বোচ্চ উখিয়া ৫

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪ জনের স্যাম্পল টেস্ট করা হ য়েছে। তারমধ্যে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। এর মধ্যে কক্সবাজার জেলায় ১১ জন , বাঁশখালী ১ , বান্দরবান ৪ , রোহিঙ্গা ৭ ও পুরাতন ৫ জন করোনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১১ জনের মধ্যে কক্সবাজার সদর ৩, উখিয়া ৫, চকরিয়া ১ ,পেকুয়া ২ করোনা পজেটিভ।

এনিয়ে শুধূ মাত্র কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪৫৬১ জনে পৌঁছেছে।

শেয়ার