চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
শনিবার বিকেলে এক বিবৃতিতে এই দল ঘোষণা করে বিসিবি।
রোববার (২ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। প্রাথমিক দলে ডাক পাওয়াদের একাংশের অনুশীলন (যারা বাংলাদেশে আছেন)। দুপুর ২ থেকে শুরু হয়ে এই অনুশীলন চলবে বিকেল সাড়ে চারটা অবধি। ওয়ানডে দলের যারা শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজে আছেন তারা যোগ দেবেন ৭ মে’থেকে। অনুশীলন চলবে ৯ মে পর্যন্ত। ১০মে থেকে ১৭মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি।
২৩ সদস্যের প্রাথমিক দল:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।