Top

পিরোজপুরে ২ ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৮ পূর্বাহ্ণ
পিরোজপুরে ২ ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গৃহবধূ(১৯) ধর্ষণের অভিযোগে দুই ভাসুরের বিরুদ্ধে মামলা করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, শনিবার উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের হাসান মিয়া (২৭) ও রুবেল মিয়ার (২৪) বিরুদ্ধে ওই গৃহবধূ থানায় একটি মামলাটি দায়ের করেন।

গৃহবধূর নানা জানান, গতএক বছর আগে তার নাতনির বিয়ে হয়। গৃহবধূর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকায় তার বড় ভাসুর হাসান মিয়া তাকে একা পেয়ে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে নাতনি বিষয়টি গোপন রাখেন। পরে তার মেজো ভাসুর রুবেলও তাকে একা পেয়ে ধর্ষণ করলে তিনি পরিবারকে জানান।

ওই গৃহবধূ জানান, ‘বারবার ধর্ষণ করায়’ মামলা করার সিদ্ধান্ত নেন।

ওসি মাসুদুজ্জামান বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আজ রোববার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার