হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা সম্পাদক মুফতি হারুন ইজাহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ মে) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, হাটহাজারী থানার তিন মামলার প্রতিটিতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সিআইডির তদন্ত করা হাটহাজারী থানার দুই মামলায় হারুনকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাব জানায়, হাটহাজারীর সহিংসতার ঘটনার তার সম্পৃক্ততা থাকায় গ্রেফতার করা হয়েছে।