Top
সর্বশেষ

কলকাতার পর এবার করোনার হানা ধোনির দলে

০৩ মে, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
কলকাতার পর এবার করোনার হানা ধোনির দলে

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। এমন পরিস্থিতিতেও চলছিল আইপিএল। কয়েকজন বিদেশি ক্রিকেটার আইপিএল ছেড়ে গেলেও আয়োজকরা বলেছেন, সূচি অনুযায়ীই চলবে এই টুর্নামেন্ট। এরই মাঝে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এরা হলেন স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার। যার ফলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) করোনার হানায় বাতিল হয়েছে আজকের ম্যাচ। সোমবার রাত ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার কথা ছিল কেকেআরের।

এবার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে চেন্নাই সুপার কিংসে। দলের দুই কর্মকর্তা ও এক বাস ড্রাইভার করোনা পজিটিভ হয়েছেন। রাজস্থান রয়্যালস ম্যাচকে সামনে রেখে দলটির অনুশীলন। করোনা আক্রান্ত তিনজনকে ইতোমধ্যেই আলাদা করা হয়েছে দলের বাকিদের থেকে। আইপিএলের দ্বিতীয় লেগে খেলতে বর্তমানে দিল্লিতে আছেন ধোনিরা।

শেয়ার