ভারতের এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে ‘অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু গণহত্যার শামিল’ অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে। তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যার থেকে কম নয় বলেও জানিয়েছে আদালত। খবর : আনন্দবাজার পত্রিকা।
উত্তরপ্রদেশের লখনউ ও মেরঠে সম্প্রতি অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার শুনানিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ।
বিচারপতিদের পক্ষ থেকে পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় আমরা যন্ত্রণা পেয়েছি। এ ধরনের ঘটনা অপরাধমূলক এবং তা কোনো অর্থেই গণহত্যার থেকে কম নয়। আর এই গণহত্যার দায় তাদের ওপর বর্তায় যাদের কাজ প্রতিটি মুহূর্তে রোগীদের অক্সিজেন সরবরাহ করা।
যখন বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন, মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো ঘটনা ঘটছে, তখন এভাবে কী করে আমরা মানুষকে মরতে দিতে পারি?’ লখনউ ও মেরঠে অক্সিজেনের অভাবে মৃত্যুর যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে দুই জেলার জেলা প্রশাসককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।