Top
সর্বশেষ

অনুমোদন পেল ‘এসএএমএল ইনকাম ইউনিট ফান্ড’

০১ অক্টোবর, ২০২০ ৭:২৯ পূর্বাহ্ণ
অনুমোদন পেল ‘এসএএমএল ইনকাম ইউনিট ফান্ড’

‘এসএএমএল ইনকাম ইউনিট ফান্ড’ নামের একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় মিউচুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, এই মিউচুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট এক কোটি টাকা দেবে। বাকি ৯ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে শাহজালাল অ্যাসেট ম্যানেজম্যান্ট। ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে আছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।

শেয়ার