Top
সর্বশেষ

বিরুশকার করোনা ফান্ডে দুই কোটি রুপি প্রদান

০৭ মে, ২০২১ ১:১১ অপরাহ্ণ
বিরুশকার করোনা ফান্ডে দুই কোটি রুপি প্রদান

ক্রিকেটার বিরাট কোহলি ও ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতি করোনা মহামারি মোকাবিলায় সাহায্যের জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এর শুরুতে তারা নিজেরাই দুই কোটি রুপি ওই ফান্ডে দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, তাদের লক্ষ ৭ কোটি রুপি সংগ্রহ করা। এ অর্থ তারা অক্সিজেন সরবরাহ, টিকা সচেতনতা তৈরি, টেলিমেডিসিন সেবা দেয়া এবং স্বাস্থ্যকর্মীদের পেছনে ব্যয় করতে চান।

এ বিষয়ে আনুশকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ আমাদের মারাত্মক সংকটে ফেলে দিয়েছে। এখন সময় সবার এক সঙ্গে লড়াই করার। একসঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’

এ নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘দেশের ইতিহাসে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতির প্রয়োজনে আমাদের এখন একতা দরকার। এর মাধ্যমে আমরা যত বেশি পারি, মানুষের প্রাণ রক্ষা করতে হবে। আমরা এই ফান্ড সংগ্রহ শুরু করছি। এর মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। আমরা একসাথে এই সংকট কাটিয়ে উঠব।’

শেয়ার