Top
সর্বশেষ

রেমিট্যান্সের অর্থে ওয়েজ আর্নার বন্ড কিনলে মিলবে না নগদ সহায়তা

০১ অক্টোবর, ২০২০ ৭:৩০ পূর্বাহ্ণ
রেমিট্যান্সের অর্থে ওয়েজ আর্নার বন্ড কিনলে মিলবে না নগদ সহায়তা

রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে ২ শতাংশ নগদ সহায়তা পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সার্কুলারে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, বৈধপথে পাঠানো রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ক্রয়ের ক্ষেত্রে ২ শতাংশ নগদ প্রণোদনা পাওয়া যাবে কি যাবে না সেটি নিয়ে নীতিমালায় কিছু বলা নেই। এটা নিয়ে প্রবাসীদের মধ্যে অস্পষ্টতা ছিল। সেই অস্পষ্টতা দূর করতেই অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এই সার্কুলার জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, অন্য কোনো ব্যক্তির নামে ক্রয়কৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের পাশাপাশি নিজ নামে (প্রবাসী) ক্রয়কৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য নয়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর এক সার্কুলারে জানানো হয়, বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত পেনশনের অর্থ দ্বারা প্রবাসী বাংলাদেশিরা এবং প্রবাস থেকে পেনশনপ্রাপ্ত বর্তমানে নিবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড করার সুযোগ নেই। ওয়েজ আর্নারের মৃত্যুর পরবর্তী সার্ভিস বেনিফিট বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা বেনিফিশিয়ারিরও এ বন্ড কেনার সুযোগ নেই।

বিদেশি মালিকানাধীন শিপিং এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশ মেরিনার ও পাইলট কেবিন ক্রুদের এবং বাংলাদেশে মালিকানাধীন শিপিং এয়ারওয়েজ কোম্পানিতে বিদেশস্থ অফিসে নিয়োগপ্রাপ্তদের বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত মেরিনার ও পাইলট কেবিন ক্রুদেরও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার সুযোগ নেই।

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের যাত্রা ১৯৮১ সালে। পাঁচ বছর মেয়াদি এ বন্ডে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। মেয়াদ শেষে মুনাফা ১২ শতাংশ। প্রতি ছয় মাস অন্তর মুনাফা তোলার সুযোগ রয়েছে। কেউ যদি ছয় মাসে মুনাফা না তোলে তবে মেয়াদপূর্তিতে মূল অঙ্কের সঙ্গে ষাণ্মাসিক ভিত্তিতে ১২ শতাংশ চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হবে।

এ বন্ডে বিভিন্ন সুযোগ-সুবিধার অন্যতম হচ্ছে-মৃত্যুঝুঁকি ও সিআইপি সুবিধা। আট কোটি টাকা বা তার চেয়ে বেশি বিনিয়োগ করলে সিআইপি সুবিধা পাওয়া যায়।

শেয়ার