আইপিএল খেলতে ভারত গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু গত ৪ মে করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। ফলে গত বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেন সাকিব সাথে মোস্তাফিজ ও তার স্ত্রী। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের।
দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকা সাকিব আল হাসান গতকাল শুক্রবার প্রথম কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শনিবার তার করোনার পরিক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ফল পাওয়ার অপেক্ষা মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির চিকিৎসক মঞ্জজুরুল হোসেন এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাকিবের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, মোস্তাফিজের ফল কাল পাব।’
হোটেল সোনারগাঁয়ে স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে আছেন মোস্তাফিজ। গুলশানের একটি হোটেলে উঠেছেন সাকিব। ১৪ দিনই কোয়ারেন্টিন শেষে হলে সাকিব-মোস্তাফিজ মুক্ত হবেন ২০ মে। ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব। মোস্তাফিজ ছিলেন রাজস্থান রয়্যালসে।