অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় দিল্লি দরবারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।
তিনি জানান, বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত ‘দিল্লি দরবার’ এবং ‘রোডসাইড ক্যাফে রেস্টুরেন্ট’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষিত পণ্যের চালানের কপি দেখাতে ব্যর্থ হওয়ায় দিল্লি দরবার রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রোডসাইড ক্যাফেতে একাধিক মেয়াদোত্তীর্ণ বান রাখায় তাদের সতর্ক করা হয়। এছাড়া জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসার অধ্যক্ষকে লেবেলবিহীন ঘি প্রক্রিয়াজাতকরণের জন্য সতর্ক করা হয়।