টানা দুই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। শনিবার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পান সাকিব। পরে আবার দ্বিতীয় টেস্টের জন্য নমুনা দেন তিনি। আজ রোববার সেটিও নেগেটিভ আসে সাকিবের।
আইপিএল স্থগিত হওয়ার পর গত বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে দেশে ফেরেন সাকিব, মোস্তাফিজ ও তার স্ত্রী। দেশে ফেরার পর দুই ক্রিকেটারকে থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ এসেছে।’
এদিকে স্ত্রীসহ মোস্তাফিজেরও প্রথম দফায় করোনা নেগেটিভ আসে। আজ তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে।
২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসছে আগামী ১৬ মে। ২৩ মে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ এবং ২৮ মে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়।