Top
সর্বশেষ

১৫০ সন্তানের বাবা তিনি, চলতি বছরেই জন্মেছে ১০ জন

০২ অক্টোবর, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ
১৫০ সন্তানের বাবা তিনি, চলতি বছরেই জন্মেছে ১০ জন

বয়স ৫০ বছর। অথচ তার সন্তান সংখ্যা বয়সের তুলনায় তিনগুণ। শুধু লকডাউনেই পাঁচ সন্তানের বাবা হয়েছে তিনি। চলতি বছরে আরও পাঁচ সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।

দেড়শ সন্তানের এই বাবার নাম জো। মার্কিন এই প্রৌঢ় মূলত স্পার্ম দান করেই এতগুলো সন্তানের বাবা হয়েছেন।

লকডাউনেও তিনি স্পার্ম দান করা থেকে থেমে থাকেননি। মহামারি করোনাভাইরাসজনিত লকডাউনের সময় তিনি ছয়টি সন্তানের বাবা হয়েছেন। তাদের মধ্যে একজনের জন্ম গত বছরের শেষের দিকে হয়েছে।

জো জানিয়েছেন, ২০২০ সালে মোট ১০ জন নারীকে স্পার্ম দান করেছেন তিনি। তাদের মধ্যে ছয়জন নারী ইতোমধ্যে সন্তানে জন্ম দিয়েছেন।

৪৯ বছরের জো লকডাউনের পুরো সময়টাই আর্জেন্টিনাতে ছিলেন। করোনার উপদ্রব শুরু হওয়ার আগেই তিনি সেখানে গিয়েছিলেন। লকডাউন হওয়ায় সেখানে আটকে পড়েন তিনি। বর্তমানে তিনি লন্ডনে আছেন। সেখানে আরও পাঁচজন নারীকে স্পার্ম দান করবেন বলে।

জো বলেন, ‌‘সারা বিশ্বে আমি ১৫০ শিশুর বাবা। চলতি বছরে আমার দান করা স্পার্মে পাঁচজন নারী গর্ভবতী হয়েছেন। একটি শিশু দিন কয়েক আগে জন্মগ্রহণ করেছে। করোনার জন্য আমি একটু স্লো হয়েছিলাম বটে! তবে থেমে যাইনি।’

তিনি আরও বলেন, সন্তানদের জন্মাতে দেখলে আমার খুব ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমার চেহারার সঙ্গে ওদের মিল রয়েছে।

স্পার্ম ডোনেট ছাড়াও কোনো কোনো নারীর সঙ্গে যৌন সংসর্গ করেও সন্তান উৎপাদনে সাহায্য করেন জো।

শেয়ার