Top
সর্বশেষ

সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ: ফখরুল

১৭ মে, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ: ফখরুল

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। উদাসীনতা, অজ্ঞতা ও দুর্নীতির কারণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মির্জা ফখরুল একথা বলেন।

ফখরুল আরও বলেন, লকডাউনের নামে সরকারবিরোধী দলের উপর সরকার দমন-পীড়ন করেছে। নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সকল ঘটনা সরকার ঘটিয়েছে এবং ধর্মীয় সংগঠন ও বিরোধী দলের ওপর আক্রমণ করেছে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের কোনো সদিচ্ছা সরকারের নেই। এর দুটি কারণ হাসপাতালগুলোতে দুর্নীতি ও প্রণোদনার টাকা লুট করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান ও জেলা স্থায়ী কমিটির সদস্য আল মামুন আলম।

শেয়ার