Top

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় সীতাকুণ্ডে যুবকের বিরুদ্ধে মামলা

০৬ অক্টোবর, ২০২০ ৮:১১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় সীতাকুণ্ডে যুবকের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি ফেইসবুকে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজীম উদ্দিন চৌধুরী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩২) কুমিল্লার লাঙ্গলকোর্ট থানার হেসাখালি ইউনিয়নের ভুঁইয়া বাড়ীর নেজাম উদ্দিনের ছেলে। তিনি পোর্ট লিংক লজিষ্টিক নামে স্থানীয় একটি কারখানায় কর্মরত আছেন।

মামলার বাদী নাজীম উদ্দিন জানান, জে এস সাইফুল ইসলাম নামে একটি ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিনটি বিকৃত ছবি পোস্ট করা হয়। এসব ছবি দেখে আমি ক্ষুব্ধ এবং মর্মাহত হই। এরপর সাইফুলের পরিচয় নিশ্চিত হয়ে মামলা করেছি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার