Top
সর্বশেষ

অনুশীলনে ফিরলেন সাকিব

১৮ মে, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
অনুশীলনে ফিরলেন সাকিব

ঈদের ছুটি শেষে শ্রীলঙ্কা সিরিজের জন্য মঙ্গলবার (১৮ মে) অনুশীলন করতে মাঠে ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান তাতে যোগ দিলেও বৃষ্টির বাধায় পড়েছেন।

ফ্লাড লাইটের আলোয় অনুশীলন হওয়ার কথা বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত। আপাতত বৃষ্টির প্রকোপ কমলেও পরে হয়তো পুরোদমে অনুশীলনের সুযোগ রয়েছে সাকিবের। যদিও বৃষ্টি নামার ২০ মিনিট আগে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। অন্যদিকে তার মতো কোয়ারেন্টিন কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানের মাঠেই নামা হয়নি। মিরপুরে তিনি এসেছেন, তবে ড্রেসিং রুম থেকে বের হননি।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে গত ৬ মে দেশে ফিরেছেন সাকিব। ফেরার পর হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন। ওই অনুযায়ী কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন তারা।

মঙ্গলবার অনুশীলনের পর সকল ক্রিকেটার ঢুকে যাবেন জৈব সুরক্ষা বলয়ে। এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি।

শেয়ার