Top

বিজিআইসির লভ্যাংশ ঘোষণা

১৯ মে, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
বিজিআইসির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের (বিজিআইসি) পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুন।

শেয়ার