Top

রাবিতে নতুন সিদ্ধান্ত: ১৬ আগস্ট শুরু ভর্তি পরীক্ষা

২০ মে, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
রাবিতে নতুন সিদ্ধান্ত: ১৬ আগস্ট শুরু ভর্তি পরীক্ষা
রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ আগস্ট। বৃহস্পতিবার ১১ টায় ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক ড. বাবুল ইসলাম।

অধ্যাপক বাবুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের সিকোয়েন্স ঠিক রেখে মোট তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬,১৭ ও ১৮ আগস্ট এই তিনদিনে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট ২০২১ তারিখে C ইউনিট, ১৭ আগস্ট ২০২১ তারিখে A ইউনিট ও ১৮ আগস্ট ২০২১ তারিখে B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যুতেও দেখা যাবে।

এর আগে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো ১৪ জুন৷ ১৪, ১৫ ও ১৬ জুন নেয়ার ঘোষণা দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শেয়ার