Top
সর্বশেষ

ভারত দলের প্রধান কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

২০ মে, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
ভারত দলের প্রধান কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

দীর্ঘদিন ধরেই আইপিএলের দল ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন দেশটির ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক তারকা রাহুল দ্রাবিড়।

তবে জাতীয় দলের কোচ হতে পারেননি এখনও। এবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ভারতের জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে প্রকাশ— ভারত দলের আসন্ন শ্রীলংকা সফরে দলের হেড কোচের দায়িত্ব পেতে চলেছেন দ্রাবিড়। আগামী জুলাইয়ের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত শ্রীলংকার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।

জানা গেছে, জুলাইয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ব্যস্ত থাকবে বিরাট কোহলির দল। দলের সঙ্গে সেখানে থাকবেন হেড কোচ রবি শাস্ত্রী।

একই সময়ে শ্রীলংকায় পাঠানো ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে পরিচালনা করবেন কে?

সে জন্যই দ্রাবিড়কে কোচ হিসেবে পাঠানো হচ্ছে সেখানে।

আগামী ১৩, ১৬ ও ১৯ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২২, ২৪ ও ২৭ জুলাই। এ দুই সিরিজে খেলার জন্য আগামী ৫ জুলাই শ্রীলংকার উদ্দেশে দল নিয়ে রওনা দেবেন রাহুল দ্রাবিড়।

শেয়ার