Top

ফিফটি নিয়ে ফিরলেন তামিম

২৩ মে, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
ফিফটি নিয়ে ফিরলেন তামিম

দাপুটে ব্যাটিংয়ে চমৎকার এক ফিফটি হাঁকালেন তামিম ইকবাল। কিন্তু ফিফটির দেখা পাওয়ার পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না ব্যাট হাতে। ৭০ বল খরচায় ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫২ রান সংগ্রহ করে ধনাঞ্জয়া ডি সিলভার এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে ফিরেছেন দেশ সেরা এ ওপেনার। রিভিউ নিয়েও লাভ হয়নি।

পরের বলে মিঠুনকে শূন্য রানে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ছিলেন ধনাঞ্জয়া। ২৩তম ওভারের শেষ দুই বলে উইকেট দুটি নেন ধনাঞ্জয়া। কিন্তু মুশফিকের দৃঢ়তায় সেটা আর সম্ভব হয়নি। ধনাঞ্জয়ার পরের ওভারের প্রথম বলে এক রান নেন মুশফিক।

তামিমের দুরন্ত অর্ধ-শতকে সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০৮ রান। ৩২ রান নিয়ে এখনো ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। ৪ রান নিয়ে মুশফিককে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট হাতে নেমেও বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিব আল হাসান জ্বলে উঠতে পারলেন না। প্রিয় দলকে উপহার দিতে পারলেন না বড় ইনিংস। দানুশকা গুনাথিলাকার বলে পাথুম নিসানকার হাতে ক্যাচ দিয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার আগে সাকিব দলীয় স্কোরে যোগ করেন ১৫ রান।

তার আগে ব্যাট হাতে ব্যর্থ হন ওপেনার লিটন দাস। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের এ উদ্বোধনী ব্যাটসম্যান। দুষ্মন্ত চামিরার বলে ফার্স্ট স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন লিটস।

মিরপুরের শের-ই-বাংলায় টস ভাগ্য সহায় হয়েছে ক্যাপ্টেন তামিম ইকবালের। টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই শুরুতে বল হাতে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। আর জয়ের ধারায় ফিরতে ব্যাট হাতে অতিথি লঙ্কান বোলারদের মোকাবেলা করছে এখন টাইগাররা।

শেয়ার