বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৮৯২ জন। মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫৫২ জন।
আজ রোববার (১১ অক্টোবর) কোভিড-১৯ এ প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্যা জানিয়েছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ৭৭ লাখ ১৭ হাজার ৬৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জনে। সুস্থ হয়েছেন সাড়ে ৩০ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে।