Top
সর্বশেষ

দেশে একদিনে ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২২

০১ জুন, ২০২০ ৯:২০ পূর্বাহ্ণ
দেশে একদিনে ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২২

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন। এদিনে মৃত্যু হয়েছে ২২ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭২ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮১৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

সোমবার (০১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।

শেয়ার