Top
সর্বশেষ

বার্সেলোনায় স্টেডিয়াম বানানোর পেছনের কারিগর বাংলাদেশিরা

২৪ মে, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
বার্সেলোনায় স্টেডিয়াম বানানোর পেছনের কারিগর বাংলাদেশিরা

বার্সেলোনা শহরের নাম শুনলে প্রথমেই আপনার মাথায় কি আসে? নিশ্চয়ই ফুটবল। তাই তো হওয়ার কথা। এই শহরের ক্লাবেই খেলেন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিসহ বড় সব তারকারা। আর সেখানেই কি না হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, আর তাতে জড়িয়ে আছেন বাংলাদেশিরা।

সম্প্রতি এক ভোটের আয়োজন করেছিল বার্সেলোনা কতৃপক্ষ। খেলার কাঠামো গড়ে তোলার জন্য বাসিন্দাদের ভোট দিতে বলেছিল তারা। সাইক্লিং, ক্রিকেটসহ ৮২২টি বিষয় ছিল তার মধ্যে। সব থেকে বেশি ভোট পড়েছে ক্রিকেটেই। এর পেছনে মহিলাদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন এক কর্মকর্তা।

স্টেডিয়াম বলতে গেলে সেখানকার বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কয়েকজন তরুণীর অবদান রয়েছে। অনেক দিন ধরেই এই তরুণীরা সেখানে ক্রিকেট খেলছেন। এখন তাদের দাবি, সেখানে সব সুযোগ-সুবিধাসম্পন্ন একটা স্টেডিয়াম করে দিতে হবে। এই দাবিই শেষ পর্যন্ত কাজে এসেছে।

২০ বছরের পাকিস্তানি মহিলা হিলসা বাট জানিয়েছেন, বছর দুয়েক আগে ক্রিকেট খেলা শুরু হয় বার্সেলোনায়। একটি স্কুলের শারিরীক শিক্ষার শিক্ষক প্রথম খেলার ব্যাপারে বলেন। বার্সেলোনায় থাকা ভারতীয় এবং পাকিস্তানি মহিলারা তখন ক্রিকেটের নিয়ম কিছুই জানতেন না। লাতিন আমেরিকার এক রাগবি খেলোয়াড় এসে তখন ক্রিকেট শেখাতে শুরু করেন। তবে তিনিও কোনোদিন ক্রিকেট খেলেননি।

ক্রিকেটের সঙ্গে ওই মহিলাদের পরিচয় হয় হিলসার বাবার মাধ্যমে। মনজুর একটি বেসবল মাঠে ক্রিকেট খেলা শুরু হয়। বাট বলেছেন, ‘আমরা ঠিকঠাক ক্রিকেট খেলতে চাই, যেখানে ১১ জন খেলোয়াড় থাকবে এবং টেনিস বলের বদলে আসল ক্রিকেট বল ব্যবহার করা হবে। তাই আমাদের একটা ক্রিকেট পিচ দরকার।’

শেয়ার