Top
সর্বশেষ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

২৫ মে, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। চোটের কারণে তাসকিন আহমেদ মাঠের বাইরে থাকায় তার যায়গায় অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। আর প্রথম ওয়ানডেতে ডাক মারা মোহাম্মদ মিঠুনের যায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রথম ওয়ানডেতে এসেছে ৩৩ রানের দারুণ জয়। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ের পর মেহেদি হাসান মিরাজ ঘূর্ণিতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়।

এই ম্যাচ জিতলে হবে ইতিহাসও। এখনো পর্যন্ত কখনো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সেই অতৃপ্তি দূর হবে তামিম ইকবালদের। বড় সুযোগ আছে আরও একটি।

বাংলাদেশের একাদশে আছেন যারা: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল, মুস্তাফিজুর, সাইফুদ্দিন।

শেয়ার