Top

৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

২৫ মে, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

মোসাদ্দেক হোসেন সৈকতের বিদায়ে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। আগের ম্যাচে শূন্য রান করা মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ফিরেছিলেন মোসাদ্দেক হোসেন। দলের প্রয়োজনে তিনিও হয়েছেন ব্যর্থ। ব্যক্তিগত ১০ রান করে লাকশান সান্দাকানের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আর দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম-সাকিবের দ্রুত বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন দাশ। তবে ১২তম ওভারে এসে ধৈর্য হারান এই ওপেনার। লক্ষণ সান্দাকানের সাধারণ মানের বলটি শর্টে ফিল্ডিং করা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে তুলে দেন। ৪২ বলে ২টি চারে ২৫ রান করেছেন লিটন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান তামিম ইকবাল। ইনিংসের প্রথম ওভারে ৩টি চারে ১৩ রান করা আক্রমণাত্মক তামিম দ্বিতীয় ওভারে আসা দুশমন্থ চামেরার প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। একই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত শূন্য রানে এলবি হয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

শেয়ার