Top
সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের সবচেয়ে বেশি শূন্য

২৫ মে, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের সবচেয়ে বেশি শূন্য

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন তামিম ইকবাল। তবে খুব বেশি সময় উইকেটে টিকতে পারেননি তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরতে হয় তামিমকে। আর তিন বল পরে তামিমের দেখানো পথেই হাটেন সাকিব আল হাসানও। একই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত শূন্য রানে এলবি হয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। পছন্দের পজিশনে ফিরেও টানা দুই ম্যাচে ব্যর্থ সাকিব।

সাকিব আল হাসানের ক্যারিয়ারে এটি তার ১১তম শূন্য। সীমিত পরিসরের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ডাক মেরেছেন সাকিব। ২টি করে ডাক আছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে। ১টি করে ডাক আফগানিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

ডাক মারায় বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে এগিয়ে হাবিবুল বাশার ও তামিম ইকবাল। যৌথভাবে দুই ক্রিকেটার ১৮ ডাক মেরেছেন। ১৫টি করে ডাক আছে মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মুর্তজার। সাকিবের সঙ্গে ১১টি করে ডাক আছে রুবেল, শাহরিয়ার নাফিসের।

শ্রীলঙ্কার বিপক্ষে শূন্যের অনাকাঙ্খিত রেকর্ড থাকলেও তাদের বিপক্ষে বেশ সফল সাকিব। ২৪ ওয়ানডেতে ৩১.১০ গড়ে ৬২২ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

 

শেয়ার