Top
সর্বশেষ

মুশফিকের ৪১তম ফিফটি

২৫ মে, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
মুশফিকের ৪১তম ফিফটি

অনেক বিপদের ত্রাতা মুশফিকুর রহিম দাঁড়িয়ে গেলেন আবারও। দায়িত্বশীল ব্যাটিংয়ে পথ দেখালেন দলকে। আগের ম্যাচে ৯৯ রানে চার উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ তখন ত্রাণকর্তা হয়ে আসেন মুশফিক। এবার ফিফটি করলেন ৭০ বলে। ওয়ানডেতে এটি মুশফিকের ৪১তম ফিফটি। খেলছেন এক-দুই নিয়ে প্রান্ত বদল করে। তার ইনিংসে বাউন্ডারি কেবল একটি।

৩০ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪১। ৭৫ বলে ৫৬ রানে ব্যাট করছেন মুশফিক। ৪৫ বলে মাহমুদউল্লাহর রান ৩১।

শেয়ার