Top

সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না: কাদের

২৫ মে, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না। তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক, এটা সরকার চায় না। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়, এটা আমরা বিশ্বাস করি।’

মঙ্গলবার (২৫ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তিনি সাংবাদিক নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। সাংবাদিকরা প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।’

তিনি বলেন, ‘এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে— তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে।’

শেয়ার