ক্রিকেটে ডাক কিংবা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার ইতিহাস প্রায় নিয়মিত ঘটনা। তবে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যান যদি কখনও শূন্য রানে ফিরেন তাহলে তা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এ রকমই একজন হলেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বসেরা এ অলরাউন্ডারের দিকে তাকিয়ে থাকে সারাদেশ। তার ব্যাট থেকে দলে রান আসবে এটা ভেবেই খেলা দেখতে বসেন সাকিব ভক্তরা। সাকিবে ব্যাটে সব সময়ই রানের ফুলঝড়ি দেখবেন সেটাও হয়ে উঠে না। ঠিক তেমনি চলমান সিরিজে হাত খুলে খেলতে পারছেন না তিনি। প্রথম ম্যাচে ১৫ রানের পর দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মেরেছেন সাকিব।
আইসিসি সুপার লিগের অন্তভুক্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। তিন বল মোকাবেলা করেও কোন রান করতে পারেননি তিনি।
টানা ১৮ ম্যাচ পর সাকিবের ব্যাট থেকে কোন রান পেল না বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। অর্থাৎ, দেশের হয়ে ১৮ ওয়ানডে ম্যাচের পর ‘ডাক’ মারলেন সাকিব।
ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের ‘ডাক’ মারার রেকর্ড রয়েছে আরও ৯ বার। অর্থাৎ, এখন পর্যন্ত ১১ বার শূন্য হাতে সাজঘরে ফিরেছেন তিনি। যার মধ্যে একবার অপরাজিত শূন্যও ছিল।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২১১ ইনিংসে ব্যাট করতে নেমেছেন সাকিব আল হাসান। এ সময়ের মধ্যে ২০০ ইনিংসেই রানের খাতা খুলেছেন তিনি। এখন পর্যন্ত ব্যাট হাতে ৩৭.৭২ গড়ে করেছেন ৬৪৫১ রান। সেন্ট জন’স-এ কানাডার বিপক্ষে ১৩৪* রানের অপরাজিত ইনিংস ছিলো তার ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।
২১১ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ারে ৪৮ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৯ সেঞ্চুরি। কোভিড পরবর্তী সময়ে নিজেকে বেশ হারিয়েই খুঁজছেন সাকিব আল হাসান।