Top

ওয়ানডে সুপার লিগে শীর্ষে উঠল বাংলাদেশ

২৬ মে, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
ওয়ানডে সুপার লিগে শীর্ষে উঠল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেই ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যাবে, এমন সমীকরণ নিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়ে পয়েন্ট তালিকায় বড় এক লাফ দিল টাইগাররা। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠল তামিম ইকবালের দল।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে শ্রীলঙ্কাকে ডিএলএস পদ্ধতিতে ১০৩ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই তারা সিরিজ নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচ জেতায় ২০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাই সবমিলিয়ে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বর জায়গা দখল করেছে বাংলাদেশ।

সুপার লিগে ৮ ম্যাচে ৫ জয়ে এসেছে বাংলাদেশের এই ৫০ পয়েন্ট। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। ৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে পাকিস্তান। সমান ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৪০। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা নেমে গেছে চারে।

গত জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় বাংলাদেশের ওয়ানডে সুপার লিগ। তিন ম্যাচ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট আনেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। নিউজিল্যান্ডে গিয়ে পরের সিরিজে একটি ম্যাচও জিততে না পারায় কোনো পয়েন্ট আসেনি। এবার নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এলো ২০ পয়েন্ট।

সিরিজের শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬০। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের পরের সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানকার মাঠে প্রতিকূল কন্ডিশনে থাকবে আরও বড় চ্যালেঞ্জ।

আগামী ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার সেরা আট দলের মধ্যে থাকতে হবে। ঘরের মাঠের পুরো সুবিধা নেওয়ায় সেদিক থেকে কিছুটা স্বস্তিতে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার