Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

যে কারণে ইন্টারনেটে ধীরগতি

২৭ মে, ২০২১ ২:০২ অপরাহ্ণ
যে কারণে ইন্টারনেটে ধীরগতি

শুক্রবার ৮ ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেটের ধীরগতি হওয়ার কথা রয়েছে। এর আগেই কয়েকদিন ধরে ইন্টারনেট সেবা স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর গতি রয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, শুক্রবার ৮ ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হতে পারে।

গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে ২০-৩০ শতাংশ কম সেবা পাবেন। কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণ-জনিত কারণে এমনটি হবে।

তবে এখন কেন ইন্টারনেটের ধীরগতি এমনটা জানতে চাইলে তিনি বলেন, এজন্য ইনডিভিজুয়াল কারণ রয়েছে। তাছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কিছু জায়গায় মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব রয়েছে। তবে উপকূলীয় এলাকায় এ সমস্যা বেশি থাকতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করেছে।

নতুন রুটে স্থাপন করা অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তর করা হবে শুক্রবার। এদিন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএসসিসিএল মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. শহিদুল ইসলাম বলেন, এই ৮ ঘণ্টা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

শেয়ার